ইতালির নুলস্তা কি? বিস্তারিত সর্বশেষ আপডেট!

আমরা অনেকেই ইতালির নুলস্তার জন্য আবেদন করেছি বা আবেদন করতে চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা ইতালির নুলস্তা কি এবং ইতালির নুলস্তা কিভাবে চেক করে। আজকের পোস্টে আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। অতএব দেরী না করে চলুন শুরু করি।

ইতালির নুলস্তা কি?

ইতালির ওয়ার্ক পারমিট ভিসা কেই ইতালির নুলস্তা বলা হয়। আপনি যদি ইতালিতে কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নুলস্তার জন্য আবেদন করতে হবে। তবে ইতালির নুলস্তার জন্য সবসময় আবেদন করা যায় না। যখন ইতালিতে কর্মী প্রয়োজন হয় তখন ইতালির সরকার বিভিন্ন দেশের কর্মীদের ইতালির নুলস্তা আবেদন করার সুযোগ দেয়। ইতালিতে আপনার কোন আত্মীয় থাকলে আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা নুলস্তা পাওয়া বেশি সহজ হবে। তবে আত্মীয় না থাকলেও হতাশ হবেন না। আপনার যোগ্যতা থাকলে আপনি সহজেই এই ভিসা নিতে পারবেন।

What Is italy nulla osta

ইতালির নুলস্তা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

ইতালির নুলস্তা আবেদনের জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। নিচে সেগুলো দেওয়া হলো।

১. একটি বৈধ পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে ৬ মাস থাকতে হবে।

২. আপনার আসল জন্ম নিবন্ধনের কপি।

৩. আসল জাতীয় পরিচয় পত্রের কপি।

৪. গত ৩ মাসের মধ্যে তোলা ২ টি ছবি। ছবিতে অবশ্যই ফেইস পরিষ্কার থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।

৫. ব্যাংক স্টেটমেন্ট এবং আয়ের প্রমাণপত্র।

ইতালির নুলস্তা আবেদন করার নিয়ম ২০২৪

বর্তমানে আপনি ইতালির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নুলস্তা আবেদন করতে পারবেন। আপনি যদি আবেদন করতে চান তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন।

  • প্রথমে https://visa.vfsglobal.com/bgd/en/ita/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে একটি একাউন্ট তৈরী করুন।
  • এরপর ওয়েবসাইটের মেনু থেকে Visa types অপশনটি সিলেক্ট করুন এবং আপনি যে ধরনের ভিসা আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন। আমরা যেহেতু ইতালির নুলস্তা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবো তাই ওয়ার্ক পারমিট অপশনটি সিলেক্ট করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পুরণ করুন।
  • ভিসা ফি প্রদান করুন।
  • এরপর একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।

ইতালির নুলস্তা চেক করার নিয়ম জেনে নিন ?

বর্তমানে অনেকেই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে নুলস্তা তৈরী করে। তবে এক্ষেত্রে নুলস্তা ভুয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ভিসা আবেদন করার আগে অবশ্যই নুলস্তা চেক করে নেওয়া উচিৎ। অন্যথায় ভিসা বাতিল হতে পারে। এখন চলুন জেনে নিই ইতালির নুলস্তা কিভাবে চেক করে।

আপনার যদি ইতালিতে কোন আত্মীয় থাকে তাহলে তার মাধ্যমে আপনি দ্রুত নুলস্তাটি চেক করতে পারবেন। এর জন্য আপনার নুলস্তার একটি কপি তাকে মেইল করে পাঠিয়ে দিন। এরপর ঐ আত্মীয় ডিসি অফিসে গিয়ে চেক করতে পারবে আপনার নুলস্তা বৈধ কি না। এছাড়া আপনি বাংলাদেশ থেকেও চেক করতে পারবেন। এর জন্য আপনি ঢাকায় অবস্থিত ইতালির এম্বাসিতে যোগাযোগ করতে পারেন।

তবে এর জন্য তারা সার্ভিস চার্জ নিতে পারে। সাধারণত ৩ থেকে ৫ হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়। তবে এভাবে নুলস্তা চেক করতে গেলে প্রচুর সময় লাগতে পারে। সাধারণত ১-২ মাস সময় লাগে। সময় লাগলেও ভিসা আবেদন করার আগে অবশ্যই আপনার নুলস্তা চেক করে নেওয়া উচিত। কোন দালালের মাধ্যমে নুলস্তা না তৈরী করাই ভালো। তবে ভালো কোন এজেন্সি থেকে তৈরী করতে পারেন।

ইতালির নুলস্তা দেখতে কেমন?

ইতালির নুলস্তা হলো ইতালির ওয়ার্ক পারমিট ভিসা। নিচে ইতালির নুলস্তার একটি ছবি দেওয়া হলো।

ইতালির নুলস্তা আবেদন করতে কত খরচ হয়?

ইতালির নুলস্তা আবেদন করতে সাধারণত খুব বেশি খরচ হয় না। ভিসা আবেদন ফি এর জন্য সাধারণত ৫০০০ টাকা খরচ হয়। এছাড়া সার্ভিস চার্জ হিসেবে ৪০০০ টাকা নিতে পারে এবং ব্যাংক ড্রাফট এর জন্য অতিরিক্ত ৩০০ টাকা খরচ হয়।

ইতালি নুলস্তা মেয়াদ কতদিন থাকে?

ইতালির নুলস্তা বা ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ সাধারণত ১ বছর থাকে। তবে তা ৩ বছর পর্যন্ত রিনিউ করা যায়।

ইতালি নুল্লা ওস্তা কবে বের হবে?

ইতালি নুল্লা ওস্তা সবসময় পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট দিনে খোলা থাকে। যেসব দিনে খোলা থাকে সেসব দিনকে ক্লিক ডে বলা হয়। ইতালিতে বসবাসকারী কিছু প্রবাসীদের তথ্য অনুযায়ী আগামী নুল্লা ওস্তা ১৫ ই সেপ্টেম্বর বের হতে পারে। এই সময় ৪০ হাজার কোটা রাখা হতে পারে বলে জানা গেছে।

প্রায় জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর

২০২৪ সালে ইতালির ক্লিক ডে কবে?

ইতালিতে বসবাসকারী কিছু বাংলাদেশী প্রবাসীদের মতে আগামী ক্লিক ডে ১৫ ই সেপ্টেম্বর শুরু হতে পারে। এই সময় ৪০ হাজার প্রবাসী নেওয়া হবে।

ইতালি ভিসা কত প্রকার?

ইতালি ভিসা সাধারণত ২ প্রকার যথা: সিজনাল এবং নন সিজনাল।

ইতালি টাইপ ভিসা কি?

আপনি যদি ইতালিতে নব্বই দিনের বেশি থাকতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদি ভিসা নিতে হবে। এই দীর্ঘমেয়াদি ভিসাকেই টাইপ ভিসা বলে।

আমাদের শেষ কথা

আশাকরি ইতালির নুলস্তা কি এবং কিভাবে চেক করে এই বিষয়ে আপনি বিস্তারিত ধারণা পেয়েছেন। তবুও নুলস্তা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

ধন্যবাদ সবাইকে।

Know More: