ওমান থেকে ইতালি কিভাবে যাওয়া যায় ? বিস্তারিত সর্বশেষ তথ্য!

ওমান থেকে ইতালি যাওয়ার উপায় জানতে চাচ্ছেন? ওমান থেকে  ইতালি যাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে সহজে যেতে পারবেন এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য অনেকগুলো নিয়ম-কানুন রয়েছে । নিয়ম অনুযায়ী বৈধভাবে ভিসা তৈরি করতে পারলে সহজে ইতালি যাওয়া সম্ভব হবে। 

ওমান থেকে ইতালি যাওয়ার উপায় 

ওমান থেকে ইতালি যেতে হলে অবশ্যই পাসপোর্ট ও ভিসা তৈরি করা লাগবে। মূলত ভিসা তৈরি একটু জটিল ও সময় সম্ভব সাপেক্ষ ব্যাপার। একবার ভিসা তৈরি হয়ে গেলে সহজে ইতালি যাওয়া সম্ভব হবে। যেভাবে ভিসা তৈরি করবেন- 

  • অনলাইনে ইতালির ভিসা আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে প্রিন্ট আউট করার পর স্বাক্ষর করতে হবে
  • ভিসার জন্য প্রয়োজনীয় সকল ধরনের ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন
  • ইতালীয় ভিসার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
  • ভিসার জন্য প্রয়োজনীয় ফি দিতে টাকা রেডি রাখুন
  • এ্যাপয়মেন্টের দিন সকল কাগজপত্র টাকা নিয়ে যেতে হবে
  • এরপর ভিসা প্রসেসিং হতে কিছুদিন সময় লাগবে 
  • আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার দেওয়া ফোন নম্বরে ফোন করে জানানো হবে।
  • এবার ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্টি সংগ্রহ করুন

oman to italy

ওমান থেকে ইতালি যাওয়ার জন্য কি কি লাগে?

অনলাইন আবেদন ফরম: অনলাইন আবেদন ফর্মে আপনার সকল তথ্য উল্লেখ করতে হবে।  ফর্মটিতে বেশ কয়েকটি বিভাগ রয়েছে যা সঠিকভাবে বৈধ তথ্য দিয়ে পূরণ করতে হবে। ফর্ম পূরণ করা হয়ে গেলে প্রিন্ট আউট করে নিয়ে স্বাক্ষর করতে হবে ।

পাসপোর্ট: একটি পাসপোর্ট প্রয়োজন হবে ।পাসপোর্ট যেন ১২ বছরের পুরনো না হয় এবং নূন্যতম ৬ মাস মেয়াদ এর একটি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে ভিসা স্টিকার বা স্ট্যাম্প লাগানোর জন্য ন্যূনতম দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে।

ছবি: আবেদন পত্রে অবশ্যই ছয় মাস আগে তোলা দুটি পাসপোর্ট আকারের ছবি থাকতে হবে। ছবিতে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে,এবং মুখ যেন পরিষ্কারভাবে বোঝা যায় এমন ছবি তুলতে হবে। 

ভিসা ফি:  আবেদন ফি প্রদানের প্রমাণ হিসাবে ভিসা ফি এর রশিদ অবশ্যই দিতে হবে। 

রাউন্ড ট্রিপ এর টিকিট:  দূতাবাসের কর্মকর্তারা জানতে চান আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা আছে কিনা। এর জন্য, তারা দ্বিমুখী ফ্লাইট টিকিট দেখাতে বলতে পারে । এখানে দ্বিমুখী টিকিট বলতে বোঝায় ইতালিতে আসা এবং ইতালি থেকে যাওয়া টিকিট দেখাতে হতে পারে।

আবাসনের প্রমাণ:  ইতালিতে আপনার থাকার প্রমাণ হিসেবে কোন হোটেল বা রিজার্ভেশন এর নাম অথবা আপনার কোনো আত্মীয়-স্বজনের বাড়ির ঠিকানা উল্লেখ করতে হতে পারে।

ব্যাংক স্টেটমেন্ট এর প্রমাণ:  আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হবে । গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি তবে সেই ফটোকপিটি ১ সপ্তাহের বেশি পুরনো হওয়া যাবে না ।

ব্যাংক স্টেটমেন্ট প্রমাণ বহন করে যে ইতালিতে থাকাকালীন সময়ে আপনার নিজস্ব ব্যয়ভার বহন করার জন্য আর্থিক সক্ষমতা আছে কিনা ।

কভার লেটার: আপনি কেন ইতালিতে যেতে চান, আপনি কোথায় যাবেন, আপনি কতক্ষণ থাকবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ সহ আপনার ইতালিতে আসা এবং যাওয়ার তারিখ সহ একটি লেটার লিখে তাতে স্বাক্ষর করে জমা দিতে হবে।

স্বাস্থ্য বীমা: ইতালিতে আসতে হলে অবশ্যই ন্যূনতম ত্রিশ হাজার ইউরোর একটি বৈধ স্বাস্থ্য বীমা পলিসি থাকতে হবে। এ পলিসির একটি বিশেষ সুবিধা হলো সেখানে থাকা কালীন আপনার কোনো অসুখ হলে সেটির মাধ্যমে আপনি চিকিৎসা করাতে পারবেন। 

ওমানের রেসিডেন্স পারমিট:  আপনাকে রেসিডেন্স পারমিটের একটি কপি জমা দিতে হবে। আপনি যদি ওমানের নাগরিক না হন তাহলে এটি বাধ্যতামূলক।

ট্রাভেল হিস্ট্রি: ভিসা তৈরি ও ব্যাংক একাউন্ট হওয়ার জন্য অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি থাকা লাগবে। এজন্য প্রথমে আপনি ওমান থেকে ছোট ছোট দেশগুলোতে ভ্রমন করা নিতে পারেন। যেমন- সিঙ্গাপুর, মালয়েশিয়া, জর্জিয়া, আজারবাইজান, মিশর ইত্যাদি। আপনার যদি ভ্রমণের কোন ইতিহাস না থেকে থাকে তাহলে ওমান থেকে ইউরোপে যাওয়ার ভিসা পেতে অনেক অসুবিধা হবে।

উপরে যে সকল ডকুমেন্ট এর কথা উল্লেখ করা হয়েছে সে  সব গুলো ওমান থেকে ইতালি যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হবে। কিন্তু যারা কাজের উদ্দেশ্যে ওমান থেকে ইতালির যেতে চাচ্ছে তাদের ক্ষেত্রে উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো সহ নিচে যে কয়টি ডকুমেন্ট উল্লেখ করেছি সেগুলোরও প্রয়োজন হবে ।

NOC: NOC এর পূর্ণরূপ হলো No objection certificate বাংলায় যাকে বলে অনাপত্তি পত্র।ওমানে আপনি যার অধীনে কাজ করেন তার থেকে একটি NOC সার্টিফিকেট নিবেন । এই সনদটি দ্বারা বোঝা যাবে যে আপনি কাজ ছেড়ে গেলে তার কোনো আপত্তি নেই। 

এক্সপেরিয়েন্স লেটার: যে কাজের জন্য আবেদন করবেন সে কাজের উপর আপনার অভিজ্ঞতা সনদ দেখাতে হবে। আপনি যে পেশাতেই থাকেন না কেন আপনাকে কাজের অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে।

ইনভাইটেশন লেটার : ইতালিতে থাকা কোনো ব্যক্তি আপনাকে ইতালিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়ে থাকলে সে চিঠি প্রমাণ হিসেবে দিতে হবে ।

আপনার কাগজপত্র গুলো ইংরেজিতে না হলে, আবেদন করার আগে আপনাকে ইংরেজিতে তৈরি করতে হতে পারে।

ওমান থেকে ইতালি যাওয়ার সেনজেন ভিসার ফি

  • ১২ বছরের থেকে বেশি বয়সীদের জন্য ভিসা ফি  = ৩১.৪০০ ওমানি রিয়াল
  • ৬-১২ বছরের মধ্যে শিশুদের জন্য ভিসা ফি  = ১৫.৭০০ ওমানি রিয়াল
  • ০-৬ বছর বয়সী শিশুদের জন্য কোনো ভিসা ফি এর প্রয়োজন হয় না।

অনলাইনে প্রতিটি ভিসার আবেদন ফর্ম পূরণ করার জন্য ৪.৯৪ ওমানি রিয়াল service ফি দিতে হয়।

ওমান থেকে ইতালি যেতে কত টাকা লাগে

আপনি কোন ধরনের ভিসা নিয়ে ওমান থেকে ইতালি যাচ্ছেন মূলত সেটার উপর নির্ভর করেই ইতালি যাওয়ার খরচের তারতম্য হবে। এছাড়া বিভিন্ন এজেন্সি ভেদে খরচের অর্থের পরিমাণ কম বেশি হয়ে থাকে ।মোটামুটি ৫ থেকে ৮ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি ওমান থেকে ইতালি যেতে পারবেন।

সংক্ষেপে ইউরোপের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 

  • ছয় মাস মেয়াদি আপনার পাসপোর্ট কপি এবং মেইন পাসপোর্ট সাথে নিতে হবে
  • ওমান রেসিডেন্সি ভিসা কপি
  • তিন অথবা ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • এনআইডি কার্ডের ফটোকপি (যদি থাকে)
  •  দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
  • হোটেল বুকিং এর প্রমাণপত্র
  • বিমান টিকিট
  • পূর্বে ট্রাভেল করেছেন তার প্রমাণ অর্থাৎ যেসব দেশে আপনি ভ্রমণ করেছেন সেগুলোর ফটোকপি
  • একটা এনওসি লেটার
  • কী উদ্দেশ্যে ইউরোপ যাচ্ছেন তার একটি বিবরন দিয়ে কভার লেটার।

ইতালির ভিসার জন্য কোথায় আবেদন করবেন

ওমানের অবস্থিত ইতালির দূতাবাস বা অ্যাম্বাসিতে সরাসরি আবেদন করতে পারেন। অথবা ওমানের অবস্থিত ইতালীয় দূতাবাসের সাথে অনুমোদিত একটি লাইসেন্সপ্রাপ্ত ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আপনার আবেদন জমা দিতে পারেন।

ওমান থেকে ইতালি যাওয়ার সাবধানতা

যারা ওমান থেকে ইতালি যেতে চান তারা কখোনোই কম টাকায় ইতালি যাওয়ার সুযোগ পাওয়ার লোভে দালালের চক্রের হাতে পড়বেন না । ইতালি যাওয়ার জন্য সব সময় দূতাবাস এর মাধ্যমে যোগাযোগ করে যাওয়ার চেষ্টা করবেন । তবে যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে ভিসা হতে না পাওয়া পর্যন্ত কোনো টাকা পয়সা দিবেন না।

ওমান থেকে ইতালি কত কিলোমিটার

ওমান থেকে ইতালি ৬,৫৫৩.৬ কি.মি। বিমানে করে ওমান থেকে ইতালি দিতে প্রায় ৮ ঘন্টা সময় লাগে।

ইতালি ও ওমানের মুদ্রার মূল্য 

২০২৪ সালের মে মাস অনুযায়ী ১ ওমানি রিয়াল সমান ৩০৫ টাকা ।অন্যদিকে ১ ইউরো সমান ১২৭ টাকা।

ওমান থেকে ইতালি যাওয়ার উপায় নিয়ে শেষ কথা

এই আর্টিকেলটিতে ওমান থেকে ইতালি যাওয়ার উপায়  সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আশা করি ইতালি যাওয়া প্রসঙ্গে আপনাদের যে সকল দ্বন্দ্ব ছিল সেগুলোর অবসান ঘটেছে। সবাইকে ধন্যবাদ। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Know More: