ইতালির প্রদেশ কয়টি ও কি কি?

ইতালি পশ্চিম ইউরোপের একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ একটি দেশ। দেশটির জনগণের জীবন যাত্রার মান অনেক উন্নত। বর্তমানে বিভিন্ন দেশ থেকে মানুষ পর্যটক হয়ে ইতালি ভ্রমণ করে। তবে বিভিন্ন দেশের মানুষ ইতালিতে শুধু ভ্রমণ করার উদ্দেশ্যেই যায় না। ইতালিতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে এছাড়া বেতন তুলনামূলক অনেক বেশি দেওয়া হয়।

আপনি যদি ইতালিতে ভ্রমণ করার উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে অথবা অন্য কোন কারণে যেতে চান তাহলে আপনার ইতালি প্রদেশ কয়টি ও কি কি? এই বিষয়ে জ্ঞান থাকা জরুরি। তাই আজকের পোস্টে আমরা এই বিষয়ে আলোচনা করবো। অতএব দেরি না করে চলুন আমাদের আজকের আলোচনা শুরু করি।

italy-ar-podehs-koiti-o-ki-ki

ইতালির প্রদেশ কয়টি ও কি কি?

ইতালির মোট প্রদেশ সংখ্যা ২০ টি। ইতালীয় ভাষায় এই প্রদেশ গুলোকে রিজোনি বলা হয়। মোট ২০ প্রদেশের মধ্যে ৫ টি স্থানীয় সরকার দ্বারা স্বতন্ত্র শাসিত। ইতালির এই ২০ টি প্রদেশ নিচে উল্লেখ করা হলো:

  • Abruzzo
  • Aosta Valley
  • Apulia
  • Basilicata
  • Calabria
  • Campania
  • Emilia-Romagna
  • Friuli-Venezia Giulia
  • Lazio
  • Liguria
  • Lombardy
  • Marche
  • Molise
  • Piedmont
  • Sardinia
  • Sicily
  • Trentino-South Tyrol
  • Tuscany
  • Umbria
  • Veneto

ইতালির সবথেকে উন্নত প্রদেশ কোনটি?

ইতালির সবথেকে উন্নত প্রদেশটি হলো Lombardy. এটি ইতালির সবথেকে জনবসতি পূর্ণ এলাকা। এই প্রদেশের জনসংখ্যা ১,০০,৪১,৮২৮ জন। এছাড়া ইতালির অন্যান্য প্র‍দেশের তুলনায় এই প্র‍দেশের জিডিপি অনেক বেশি। ২০২২ সালের জিডিপি গণনা অনুযায়ী Lombardy এর জিডিপি প্রায় ৪৪০ বিলিয়ন ইউরো। এই প্র‍দেশে ইতালির কিছু জনপ্রিয় শহর যেমন Milan, Bergamo, Brescia ইত্যাদি রয়েছে। Lombardy মুলত কৃষি কাজের জন্য অনেক বিখ্যাত।

ইতালির সবথেকে সুন্দর প্রদেশ কোনটি?

ইতালির সবথেকে সুন্দর প্রদেশ হলো Abruzzo. এই প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা এবং মনরোম রেস্তেরাঁ আপনাকে মুগ্ধ করে তুলবে। এছাড়া এই প্রদেশে আছে ইতালির অনেক সুন্দর সুন্দর কিছু শহর। এছাড়া এই প্রদেশে আপনি অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবেন। টুরিস্টদের জন্য ইতালির এই প্রদেশটি একটি পারফেক্ট স্থান বলা যায়।

আমাদের শেষ কথা

আশাকরি ইতালি প্রদেশ কয়টি ও কি কি? এই বিষয়ে আপনি বিস্তারিত ধারণা পেয়েছেন। এছাড়া এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

ধন্যবাদ সবাইকে।

Know More: