If you are finding Bangamata Paragraph online, you are in right website. In the Wiki Of Info website we have shared Bangamata Paragraph for Class 7 with Bangla Meaning. You can read the Paragraph from here and if you think the Paragraph Of Bangamata for Class 7 is good, please share it.
Find: Road Accident Paragraph
Bangamata Paragraph For Class 7
Sheikh Fazilatunnesa Mujib, also known as Begum Mujib, was born on 8 August 1930 in Tungipara, Gopalganj. She was the wife of Bangabandhu Sheikh Mujibur Rahman, who is considered the father of the nation in Bangladesh. People affectionately called her Bangamata due to her loving and caring nature towards the citizens of Bangladesh.
Living a modest life, she didn’t seek luxurious things and taught her children the value of a simple life. She showed remarkable dedication during significant moments in the country’s history, especially during the 1971 liberation war. Although not involved in politics, she continuously inspired and supported Bangabandhu in his efforts for the people and the nation.
She played a vital role in reconstructing the newly independent nation. Tragically, on the night of 15 August 1975, she, along with her husband, sons, and close relatives, was brutally killed. Her memory will forever be cherished by the people of Bangladesh.
Check: Load Shedding Paragraph For All Class
বাংলা অর্থ- Bangamata Paragraph For Class 7 with Bangla Meaning
শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যিনি বেগম মুজিব নামেও পরিচিত, ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, যাকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের নাগরিকদের প্রতি তার স্নেহশীল ও যত্নশীল স্বভাবের কারণে মানুষ তাকে স্নেহের সাথে বঙ্গমাতা বলে ডাকত।
একটি বিনয়ী জীবন যাপন, তিনি বিলাসবহুল জিনিস খুঁজতেন না এবং তার সন্তানদের একটি সহজ জীবনের মূল্য শেখান. তিনি দেশের ইতিহাসের উল্লেখযোগ্য মুহুর্তে, বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অসাধারণ উত্সর্গ দেখিয়েছিলেন। রাজনীতির সাথে জড়িত না হলেও তিনি বঙ্গবন্ধুকে জনগণ ও জাতির জন্য তার প্রচেষ্টায় নিরন্তর অনুপ্রাণিত ও সমর্থন করেছেন।
তিনি সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুঃখজনকভাবে, 1975 সালের 15 আগস্ট রাতে, তাকে তার স্বামী, পুত্র এবং নিকটাত্মীয়দের সাথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার স্মৃতি চিরকাল বাংলাদেশের মানুষের কাছে লালিত থাকবে।
Link: Dengue Fever Paragraph
Final Touch
Hope to get the Bangamata Paragraph For Class 7. If you have any question about Paragraph of Bangamata For Class 7, please let me know. We will give answer and add your requirements as per your students need. Thanks
Know More:
- Tea Stall Paragraph For Class 7
- My Mother Paragraph For Class 7
- Global Warming Paragraph For Class 7
- Myself Paragraph For Class 7
- A Farmer Paragraph For Class 7
- Climate Change Paragraph For Class 7
- Jahanara Imam Paragraph For Class 7
- The Best Friend Paragraph For Class 7
- My Dream School Paragraph For Class 7
- A Good Reader Paragraph For Class 7