• https://dewanarsitek.id/var/index/
  • https://ept.metropolitanland.com/
  • https://heylink.me/pastiparty/
  • http://103.206.170.246:8080/visi/
  • https://mpp.jambikota.go.id/
  • https://lms.rentas.co.id/
  • https://utbis.ollinsoft.com/
  • https://heylink.me/mbokslotterbaik/
  • https://heylink.me/slotplus777gacor/
  • https://sptjm.lldikti4.id/banner/
  • mbokslot
  • https://ciclohospitalar.com.br/
  • https://link.space/@splus777
  • https://sptjm.lldikti4.id/storage/
  • https://alvi.centrojuanaazurduy.org/
  • https://editoriales.facultades.unc.edu.ar/cache/assets/
  • https://dewanarsitek.id/dewan/
  • https://dms.smhg.co.id/assets/js/hitam-link/
  • https://smartgov.bulelengkab.go.id/image/
  • https://app.mywork.com.au/
  • slotplus777
  • https://heylink.me/slotplussweet777/
  • https://alvi.centrojuanaazurduy.org/
  • Mbokslot
  • http://103.81.246.107:35200/templates/itax/-/mbok/
  • https://rsjdahm.id/vendor/
  • https://pastiwin777.cfd/
  • https://rsjdahm.id/Vault/
  • https://heylink.me/Mbokslot.com/
  • https://www.intersmartsolution.com
  • https://sikapro-fhisip.ut.ac.id/
  • ইতালির শহর গুলোর নাম কি কি? বিস্তারিত জানুন! | Wiki Of Info

    ইতালির শহর গুলোর নাম কি কি? বিস্তারিত জানুন!

    ইতালির শহর গুলোর নাম কি কি? ইতালির উন্নত শহর কোনটি,  শহর গুলো কেমন, ,ইতালির কোন শহরে বেশি কাজ পাওয়া যায়, কোন শহরে ঘুরতে যাওয়া ভালো ? এ বিষয়ে অনেকেই জানতে চান।

    তাই আজকের এই আর্টিকেলটিতে ইতালির শহর গুলোর নাম কি কি এবং শহর গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছি।

    উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী, ভ্রমণ পিপাসুদের ভ্রমণ, শ্রমিকদের কাজের সুযোগ পাওয়ার জন্য জনপ্রিয় দেশ হচ্ছে ইতালি। ইউরোপ মহাদেশের পশ্চিমাঞ্চলের দেশ ইতালি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত । ইতালি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ।

    এটি ইউরোপের পঞ্চম জনবহুল দেশ। শেনজেন ভিসা নিয়ে এ দেশে প্রবেশ করা যায়। নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ ইতালিতে অনেক পর্যটকদের আগমন ঘটে। উত্তর ইতালির শহরগুলো  ইতালি অন্যান্য শহরগুলোর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে।

    italy ar sohor gulor nam ki ki

    আরোও জানুন: ইতালির প্রদেশ কয়টি ও কি কি?

    ইতালির শহর গুলোর নাম কি কি?

    • নেপলস
    • ক্যাটানিয়া
    • ভেরনা
    • পর্দাননে
    • মনজা ও ব্রায়ানজা
    • ভেরোনা
    • পিজা
    • সিয়েনা
    • রিমিনি
    • পেস্কারা
    • পেসারো
    • সিসিলি
    • সালেরনো
    • লেচে
    • কাতানিয়া
    • মাতেরা
    • রাভেনা
    • পারমা
    • মডেনা
    • ট্র্যাপানি
    • মান্টুয়া
    • ত্রিয়েস্তে
    • কাজের্তা
    • আরেজ্জো
    • ক্রেমোনা

    উপরোক্ত শহরগুলো ছাড়াও ইতালির আরো অনেক গুরুত্বপূর্ণ শহর রয়েছে।

    ইতালির শহর বিখ্যাত গুলোর নাম কি

    ১.রোম: ইতালির রাজধানী

    ২.মিলান:  ইতালির সবচেয়ে ধনী শহর 

    ৩.তুরিন: ইতালির সাবেক রাজধানী

    ৪.ভেনিস: শিল্প কার্যের জন্য বিশ্ব বিখ্যাত

    ৫.পালেরমো: ইতালির দ্বীপ সিসিলির অর্থনৈতিক , সাংস্কৃতিক, ও পর্যটন রাজধানী

    ৬.ফ্লোরেন্স: ইতালির ঐতিহাসিক শহর

    ৭.জেনোয়া:  ইতালির ষষ্ঠ বৃহত্তম শহর

    ৮.বোলোগনা: ইতালির সপ্তম জনবহুল শহর

    ৯.ত্রিয়েশতে: ইতালির বিজ্ঞান শহর 

    ১০.ক্যাটানিয়া: সিসিলির শিল্প, লজিস্টিক্যাল এবং বাণিজ্যিক কেন্দ্র

    ইতালির বিখ্যাত শহরগুলোর তথ্য 

    রোম: ইতালির দ্বিতীয় দীর্ঘতম নদী তাইবারের তীরে অবস্থিত প্রাচীন শহর “রোম”। এটি ইতালির রাজধানী। রোমের ইতিহাস কয়েক শতাব্দীর। একসময় রোম ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী। ঐতিহাসিকদের মতে এই শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয়। এই শহরের মধ্যে রয়েছে পৃথিবীর সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি। 

    মিলান: মিলানকে ইতালি অর্থনৈতিক রাজধানী বলা হয় । শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসায় শহরটি অনেক বিখ্যাত। মিলানকে বিশ্ব ফ্যাশন ডিজাইনের রাজধানী ও বলা হয়। প্রায় ১৩ লক্ষ মানুষ এই শহরটিতে বসবাস করে । তবে, ইদানিং আশংকাজনক হারে অপরাধ বৃদ্ধি পেয়েছে । মিলানে প্রায় ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে।

    ফ্লোরেন্স: মধ্য-উত্তর ইতালির শহর ফ্লোরেন্স। এখানে অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে । যেমন- মাইকেল এঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি। আধুনিক ইতালীয় ভাষার জন্মও এই শহরটিতে। সংস্কৃতি, শিক্ষা, জীবন যাত্রার মান, শিশুদের জন্য সুযোগ-সুবিধা ,কর্মসংস্থান ও যাতায়াত এসব কিছু বিবেচনায় এটি ইতালির জন্য একটি জনপ্রিয় শহর হয়ে উঠেছে।

    ত্রেন্তো: উত্তর ইতালির আল্পস পর্বতমালার অ্যাডিজে উপত্যকায় গড়ে ওঠা শহর ত্রেন্তো। শিক্ষা, জীবন-যাপনের মান ও অর্থনৈতিক দিক থেকে শহরটি অনেক বছর ধরে ইতালির সেরা শহরগুলোর তালিকায় উপরের দিকে অবস্থান করছে।

    বুলজানো: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ইতালির সর্ব উত্তরের শহর বুলজানো । সুন্দর পরিবেশ এবং কম অপরাধের শহর হিসেবে বহুদিন ধরে সুনাম রয়েছে শহরটির। এই শহরটি থেকে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ায় যাতায়াত খুব সহজ।

    বলুনিয়া: পৃথিবীর প্রাচীনতম ‘বুলগানা বিশ্ববিদ্যালয়’ এই শহরে অবস্থিত । শহরটির জনসংখ্যা প্রায় ৮ লক্ষ। শিল্প কারখানার জন্য শহরটি  যেন ইতালির মিলানের শহরের পরেই অবস্থান করে। আপনি জেনে অবাক হবেন যে এই শহরটিতে প্রায় ১৫ হাজারের ও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করে।

    ত্রিয়েশতে: ইতালির উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত শহর ত্রিয়েশতেকে ইতালির বিজ্ঞান শহর বলা হয়। শহরটি অনেক বছর ধরে ইতালির গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। ভৌগোলিক অবস্থান,পরিবেশ, অর্থনৈতিক বিকাশ ও বিজ্ঞান গবেষণার জন্য শহরটি  বেশ বিখ্যাত। এই শহরটিতে ২ লক্ষ মানুষের বসবাস। শহরটির মাথাপিছু গড় আয়ের দিক থেকে এটি ইতালিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

    ভেনিস: ভেনিস কে ভাসমান নগরী বলা হয়। প্রায় ১২০ টা ছোট দ্বীপ নিয়ে এই শহর গঠিত। আর এই ছোট ছোট দ্বীপ গুলোকে সংযুক্ত করেছে  ৪০০ টির মতো ছোটো ছোটো ব্রীজ। দ্বীপ গুলোর মধ্যে দিয়ে বয়ে যাওয়া ক্যানেল দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের প্রকৃত সৌন্দর্য কতটা মনমুগ্ধকর। এই ভেনিস শহর শিল্পীদের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত ও শিল্প কর্মের জন্য বিশ্ব বিখ্যাত। 

    ইতালির বৃহত্তম দ্বীপ কোনটি?

    সিসিলি হলো ইতালির বৃহত্তম দ্বীপ।

    ইতালির মুদ্রার নাম কি?

    ইতালির মুদ্রার নাম ইউরো।

    শেষ কথা

    আশা করি ,আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ইতালির শহর গুলোর নাম কি কি তা জানতে পেরেছেন এবং ইতালির বিখ্যাত শহরগুলোর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

    আরাও জানুন: