ইতালির নুলস্তা চেক করার নিয়ম জানতে চান? আপনার নুলস্তাটি আসল কিনা নকল সেটা বুঝতে পারছেন না? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা এটি পড়ে ইতালির নুলস্তা চেক করার নিয়ম বিস্তারিত ভাবে জানতে পারবেন।
ইতালির নুলস্তা কি?
ইতালির ওয়ার্ক পারমিট কে নুলস্তা বলা হয়।সহজ কথাই বলতে গেলে ইতালির কোন নির্দিষ্ট এলাকায় কাজ করার অনুমোদন পাওয়াকে নুলস্তা বলে। যদি নুলস্তা সঠিক হয় তাহলে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার জন্য আবেদন করতে সরাসরি নিজ দেশের ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করতে হবে।
ইতালিতে কৃষি বা অন্যান্য খাতে ব্যবসা করছেন এমন কোনো মালিক যদি তার প্রতিষ্ঠানের জন্য কর্মীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি আবেদনকারী কর্মীর বিস্তারিত তথ্য ও যাবতীয় সরকারি নিয়ম অনুসরণ করে সরকারের নির্দিষ্ট দপ্তরে আবেদন করেন।
সরকার যাচাই বাছাই করে আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে নিয়োগকর্তা আবেদনকারীকে ভিসাসহ অন্যান্য প্রস্তুতির জন্য বলেন। মূলত এটাই ওয়ার্ক পারমিট বা নুলস্তা।
ইতালির নুলস্তা চেক করার নিয়ম ।
দালালের মাধ্যমে নুলস্তার আবেদন করার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে । কেননা আপনি যেকোনো সময় প্রতারিত হতে পারেন। তাই নুলস্তা দেওয়ার পর যাচাই করে নেবেন এবং তারপর টাকা দেবেন।
এখন জানব ইতালির নুলস্তা বা ওয়ার্ক পারমিট যাচাই করার ২টি নিয়ম ।
১. আপনার আত্নীয়, বন্ধু বা পরিচিত কেউ যদি ইতালিতে থাকে তাহলে তার মাধ্যমে আপনার নুলস্তা আসল কিনা চেক করে নিতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তাহলো আপনার নুলুস্তার একটি কপি ইমেইলের মাধ্যমে আপনার আত্মীয়র কাছে পাঠিয়ে দিন। আপনার আত্মীয় ইতালির নির্দিষ্ট স্থান/ ডিসি অফিস এগিয়ে নুলস্তাটি যাচাই করতে বলবে এবং আপনি নুলুস্তাটি আসল কি নকল তা জানতে পারবেন।
কিন্তু সবার তো আর ইতালি আত্মীয় থাকে না। তারা কি করতে পারেন।
২. যারা ইতালির নুলস্তার জন্য আবেদন করার পর নুলস্তা পেয়েছেন তাদের কাজ হলো ভিসার জন্য অ্যাপোয়েন্টমেন্ট বুক করা । অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে আগে আপনাকে একটি ইমেইল পাঠাতে হবে। এই work.appointment@vfsglobal.com ইমেইল এড্রেসটিতে নিচের ছবিতে দেওয়া তথ্যগুলো টেবিল আকারে পূরণ করে হয় এক্সেল অথবা ওয়ার্ড ফাইন্ড হিসেবে লিখে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। শুধুমাত্র ১ লাইন পূরণ করতে হবে।
আপনার তথ্যগুলো তারা চেক করবে এবং আপনার নুলস্তাসহ অন্যান্য তথ্য গুলো যদি ঠিক থাকে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেইল করে ডাকা হবে এবং আপনি বুঝতে পারবেন আপনার নুলস্তাটি আসল। কেননা নুলস্তা নকল হলে আপনাকে কখনো এপয়েন্টমেন্ট এর জন্য ডাকবে না।
আরেকটা কথা আপনার ইমেলের স্প্যাম ও trash ফোল্ডার চেক করে দেখতে ভুলবেন না অনেক সময় অনেক ইমেইল স্প্যাম ও trash এ চলে যায় যার ফলে আমরা দেখতে পাই না ।
অ্যাপয়েন্টমেন্টের ইমেইল আসলে সকল কাগজপত্র নিয়ে এপয়েন্টমেন্ট এর জন্য গেলে আপনি ভিসা পেয়ে যাবেন । তবে ইমেইল পাঠানোর পর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এর মধ্যেই আপনি এপয়েন্টমেন্টের ইমেইল পাবেন।
যদি আপনাকে ইমেইল করে এপয়েন্টমেন্ট এর জন্য না ডাকা হয় তাহলে বুঝে নিবেন আপনার নুলস্তা নকল অথবা আপনার পাসপোর্ট বা অন্য কাগজে কোন সমস্যা আছে। আর নুলস্তা নকল হওয়ার জন্য যদি এপায়মেন্টে না ডাকে সে ক্ষেত্রে দালালকে কোনো মতেই টাকা দিবেন না।
অনলাইনে নুলস্তা চেক করা যাবে কিনা?
অনলাইনে নিজে নুলস্তা চেক করার জন্য ১০০% সঠিক এখনও কোন পদ্ধতি নেই । কিন্তু একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি ৯০% হলেও নিচে নিশ্চিত হতে পারবেন যে আপনার নুলস্তাটি আসল নাকি নকল।
প্রথমে নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন…https://telematici.agenziaentrate.gov.it/VerificaCF/VerificaCf.do
এখন আপনি ইতালিয়ান ভাষায় সবগুলো লেখা দেখতে পাবেন। তো ভালোভাবে লেখা বুঝতে google translator এর সাহায্যে ওয়েবসাইট থেকে আগে ইংলিশ ও করে নেন। এরপর দেখতে পাবেন এখানে দুটি অপশন আছে। একটি Tax ID code অপরটি Security code
এখানে ট্যাক্স আইডি কোড এর ঘরটিতে আপনার নুলস্তাতে যে ট্যাক্স আইডি কোড রয়েছে সেটি টাইপ করবেন এবং সিকিউরিটি কোড এর জায়গায় যে ক্যাপচাটি আপনাকে দেখানো হবে সেটা দেখে ইংরেজিতে যে অক্ষরগুলো লেখা রয়েছে সেগুলো দেখে দেখে টাইপ করতে হবে। এরপর send এ ক্লিক করতে হয়।
তাহলে আপনি জানতে পারবেন যে আপনার নুলস্তাটি আসল নাকি নকল ।
কেন নুলস্তা চেক করবেন
অনেকে দালালের খপ্পরে পড়ে নুলস্তা চেক না করেই দালালের হাতে ভিসার টাকা তুলে দিয়ে থাকে। কিছু দালাল চক্র ভুয়া নুলস্তা তৈরি করে আপনাকে তাড়া দিতে পারে যে আপনার নুলস্তা হয়ে গেছে। এরপর ভিসার জন্য টাকা দিতে বলে এবং সম্পূর্ণ টাকা নিয়ে উধাও হয়ে যায়।
মনে করুন আপনি কোনো দালালের মাধ্যমে নুলস্তা পাবার চেষ্টা করছেন এখন সে দালাল যদি বলে যে আপনার নুলস্তা তৈরি হয়ে গেছে এখন আমাকে টাকা দেন । তাহলে দালালকে টাকা দেওয়ার আগে আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হলো আপনাকে আগে বুঝতে হবে যে নুলস্তাটি আসল নাকি নকল।
ক্লিক ডে কি
ইতালি সরকার ইতালিতে বৈধভাবে কর্মী নিয়োগ দেওয়ার জন্য আবেদনের নির্ধারিত সময় ও তারিখ ঠিক করে দেয় এবং সেই দিনে আবেদনটি সাবমিট করতে হয় । সেই তারিখকে ক্লিক ডে বলা হয়ে থাকে।ক্লিক ডে তে যে কোনো বাংলাদেশী নাগরিক ইতালির জন্য কৃষি ভিসার জন্য আবেদন করতে পারে।
যদিও ইতালির নুলস্তা পাওয়া একটি সৌভাগ্যের বিষয় কিন্তু বর্তমানে দালালদের ধূর্ততার কারণে ভুয়া নুলস্তা একটি স্বাভাবিক বিষয় হয়ে গেছে। তাই নুলস্তা অবশ্যই যাচাই করে নিতে হবে ।
আশা করি ইতালির নাস্তা চেক করার নিয়ম ভালোভাবে জানতে পেরেছেন। তাই নুলস্তা চেক করার গুরুত্বের কথা বিবেচনা করে এটি হাতে পাওয়া মাত্রই চেক করার কার্যক্রম শুরু করে দিবেন।
শেষ কথা
আশা করি আপনারা ইতালির নুলস্তা চেক করার নিয়ম জেনে নিন আর্টিকেল কি ভালভাবে বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি, সঠিক ভাবে ইতালির নুলস্তা নিয়ে যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, তারপর ও যদি আপনাদের ইতালির নুলস্তা নিয়ে আর কিছু জানার থাকে, আমাদের কে নিচে কমেন্ট বক্স এর মাধ্যওে কমেন্টস করে জানাতে পারেন, আমরা সর্বপরি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
Know More:
- ওমান থেকে ইতালি কিভাবে যাওয়া যায় ?
- ভারত থেকে ইতালি যাওয়ার উপায় ?
- রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়?