• https://dewanarsitek.id/var/index/
  • https://ept.metropolitanland.com/
  • https://heylink.me/pastiparty/
  • http://103.206.170.246:8080/visi/
  • https://mpp.jambikota.go.id/
  • https://lms.rentas.co.id/
  • https://utbis.ollinsoft.com/
  • https://heylink.me/mbokslotterbaik/
  • https://heylink.me/slotplus777gacor/
  • https://sptjm.lldikti4.id/banner/
  • mbokslot
  • https://ciclohospitalar.com.br/
  • https://link.space/@splus777
  • https://sptjm.lldikti4.id/storage/
  • https://alvi.centrojuanaazurduy.org/
  • https://silancar.pekalongankota.go.id/
  • https://dewanarsitek.id/dewan/
  • https://dms.smhg.co.id/assets/js/hitam-link/
  • https://smartgov.bulelengkab.go.id/image/
  • https://app.mywork.com.au/
  • slotplus777
  • https://heylink.me/slotplussweet777/
  • https://alvi.centrojuanaazurduy.org/
  • Mbokslot
  • http://103.81.246.107:35200/templates/itax/-/mbok/
  • https://rsjdahm.id/vendor/
  • https://pastiwin777.cfd/
  • https://rsjdahm.id/Vault/
  • https://heylink.me/Mbokslot.com/
  • https://www.intersmartsolution.com
  • https://sikapro-fhisip.ut.ac.id/
  • ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়। সর্বশেষ যাবতীয় তথ্য। | Wiki Of Info

    ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়। সর্বশেষ যাবতীয় তথ্য।

    অস্ট্রেলিয়া দক্ষ কর্মীদের জন্য একটি সেরা স্থান। অস্ট্রেলিয়ার মানুষদের জীবনযাত্রা অনেক উন্নত এবং কর্মীদের জন্য রয়েছে চমৎকার কর্মসংস্থানের সুযোগ। দেশটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এছাড়া প্রযুক্তিগত দিক থেকে অস্ট্রেলিয়া অনেক উন্নত একটি দেশ। 

    আপনি যদি ওমান থেকে অস্ট্রেলিয়ায় কাজ করতে চান তাহলে সেটি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। কারণ অস্ট্রেলিয়াতে আপনি উন্নত জীবনযাত্রার পাশাপাশি পরিশ্রমের ন্যায্যমূল্য এবং কাজ করার সুন্দর পরিবেশ পাবেন। তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় নিয়ে। অতএব দেরী না করে চলুন শুরু করি।

    oman to australia

    ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ।

    ওমান থেকে অস্ট্রেলিয়া আপনি বিভিন্ন ভিসা ব্যবহার করে যেতে পারবেন। আপনি কোন ধরনের ভিসা ব্যবহার করে যাবেন তা নির্ভর করবে আপনার উদ্দেশ্যের উপর। আপনি যদি কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা তৈরী করতে হবে। পড়াশোনার উদ্দেশ্যে গেলে স্টুডেন্ট ভিসা তৈরী করতে হবে।

    এছাড়া ভ্রমণের জন্য আপনি টুরিস্ট ভিসা তৈরী করতে পারেন। তবে আমরা সবাই অস্ট্রেলিয়াতে সাধারণত কাজ করার উদ্দেশ্যেই যেতে চাই। আপনি যদি ওমানে অনেক বছর ধরে অবস্থান করেন তাহলে সেখান থেকে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। এর জন্য আপনার কাজ করার যোগ্যতা থাকতে হবে।

    এরপর অস্ট্রেলিয়ার কোন কোম্পানি থেকে আপনাকে ইনভিটেশন লেটার পাঠানো হবে। এরপর  আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন

    ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কি কি প্রয়োজন?

    আপনি যদি ওমান থেকে কাজ করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যেতে চান তাহলে আপনার নিচের বিষয় গুলো প্রয়োজন হবে।

    • ওমানের একটি ভ্যালিড পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
    • আপনার বয়স অবশ্যই ১৮-৪৫ এর মধ্যে হতে হবে।
    • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
    • পুর্বে যেসব সরকারি বা বেসরকারি স্থানে কাজ করেছেন তার প্রমাণ পত্র।
    • ইংরেজিতে অবশ্যই দক্ষ হতে হবে।
    • মেডিকেল রিপোর্ট।
    • চারিত্রিক গুণাবলীর প্রমাণ পত্র।
    • স্কিল অ্যাসেসমেন্ট এর সময় অবশ্যই ১০০ এর মধ্যে কমপক্ষে ৬৫ পয়েন্ট থাকতে হবে।

    ওমান থেকে অস্ট্রেলিয়া ভিসা আবেদন করার উপায়

    আপনি যদি ওমানের নাগরিক হয়ে অস্ট্রেলিয়ার ভিসা নিতে চান তাহলে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।

    • উপরে উল্লেখিত ডকুমেন্ট গুলো জোগাড় করুন।
    • অস্ট্রেলিয়ার দুতাবাস থেকে ভিসার জন্য ফর্ম সংগ্রহ করুন।
    • ভিসা ফিস প্রদান করুন।
    • একটি সময় নির্বাচন করে ইন্টারভিউ দিন।

    আপনি যদি সিলেক্টেড হন তাহলে অতি শিঘ্রই আপনি ভিসা পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন এজেন্সি থেকে এই বিষয়ে আরোও কনসালটেন্ট নিতে পারেন।

    ওমান থেকে অস্ট্রেলিয়া ভিসা কত প্রকার?

    ওমান থেকে অস্ট্রেলিয়ার ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি নিচে দেওয়া হলো।

    ১. স্কিলড ইনডিপেনডেন্ট ভিসা

    স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা হলো অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জন্য একটি পয়েন্ট-ভিত্তিক ভিসা ব্যবস্থা যা দক্ষ শ্রমিকদের জন্য উন্মুক্ত। এই ভিসার আওতায় আপনার কোনও স্পনসর বা নমিনেটরের প্রয়োজন হবে না। যদি আপনি যোগ্য হন এবং অস্ট্রেলিয়ার দক্ষতা ঘাটতি পূরণ করতে পারেন তাহলে আপনাকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

    ২. স্কিলড নমিনেটেড ভিসা

    এই ভিসাটি অস্ট্রেলিয়ান সরকারের একটি সংস্থা কর্তৃক মনোনীত করা হয়। এটির জন্য আপনার স্পনসরশিপ প্রয়োজন এবং এই ভিসা নিলে আপনি ৫ বছর অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনাকে কোন পেশায় দক্ষ হতে হবে। এই ভিসা নেওয়ার পর আপনি চাইলে আপনার স্বামী, স্ত্রী এবং সন্তানদের স্পন্সর করতে পারবেন।

    ৩. স্কিলড ওয়ার্ক রিজনাল ভিসা

    স্কিলড ওয়ার্ক রিজনাল ভিসা হল একটি অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক প্রযোজ্য ভিসা যা নির্দিষ্ট আঞ্চলিক এলাকায় বসবাস ও কর্মসংস্থানের জন্য দক্ষ অভিবাসীদের অনুমোদন করে। এই ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং এই সময়ের মধ্যে ভিসাধারীরা নির্দিষ্ট শর্তাবলি পূরণ করলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন।

    ৪. গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    অস্ট্রেলিয়া গ্লোবাল ট্যালেন্ট ভিসা হলো এমন একটি বিশেষ ভিসা প্রকল্প যা তথ্য প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল এবং আরও অনেক ক্ষেত্রে অসাধারণ প্রতিভাবান ব্যক্তিদের স্থায়ীভাবে কাজ ও বসবাসের সুযোগ করে দেয়। এই ভিসার মাধ্যমে আপনি অস্ট্রেলিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন।

    ৫. পার্টনার ভিসা

    পার্টনার ভিসা হলো অস্ট্রেলিয়ান নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জীবনসঙ্গীদের জন্য স্থায়ী বসবাসের ভিসা। এই ভিসার আবেদন প্রক্রিয়াকরণের সময়কাল সাধারণত ৩ থেকে ৬ মাসের মধ্যে হয়ে থাকে এবং খরচ নির্ভর করে সঙ্গীদের সংখ্যার উপর।

    ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার প্রায় জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর

    অস্ট্রেলিয়ায় কোন ধরনের কাজ পাওয়া যায়?

    অস্ট্রেলিয়াতে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তবে চিকিৎসক, সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, নির্মাণ শ্রমিক, সিভিল ইঞ্জিনিয়ার, হোসপিটালিটি ম্যানেজার, প্লাম্বার, আইসিটি বিজনেস এবং সিস্টেম বিশ্লেষক এইসব কাজ সাধারণত বেশি পাওয়া যায়।

    ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সহজ উপায় কি?

    অস্ট্রেলিয়াতে যদি আপনার কোন আত্মীয় থাকে তাহলে সহজেই আপনি অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। অস্ট্রেলিয়ায় যারা বসবাস করে তারা স্পনসর দিতে পারে এবং এই স্পন্সর ব্যবহার করে আপনি অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হতে পারবেন।

    আমাদের শেষ কথা

    আশাকরি আপনি ওমান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়া এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

    ধন্যবাদ সবাইকে।

    Know More: